Header Ads Widget

শূন্যে’র খাতায় সমান ভারতীয় ক্রিকেটের দুই ক্ষমতাবান

 

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ও ভারতের অধিনায়ক বিরাট কোহলিফাইল ছবি: এএফপি

আগের দিন মোহাম্মদ সিরাজকে নিয়ে কথা–কাটাকাটি হয়েছিল দুজনের। দিনের খেলা শেষে বেন স্টোকস বলেছেন, বিরাট কোহলির সঙ্গে তাঁর এই তর্কযুদ্ধ ক্রিকেটের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে। 


কিন্তু পেশাদার হিসেবে মাঠের লড়াইয়ে তো ভালোবাসার লেশ রাখতে নেই। স্টোকস আপাতত সে লড়াইয়ে জয়ী। আহমেদাবাদ টেস্টে আজ দ্বিতীয় দিনে কোহলি রানের খাতা খোলার আগেই তাঁকে তুলে নেন ইংলিশ অলরাউন্ডার।


ভারত অধিনায়কের কি মনোসংযোগে ঘাটতি হয়েছিল? খাটো লেংথের বল যিনি উইকেটের চারপাশেই খেলতে সিদ্ধহস্ত, স্টোকসের তেমন এক ডেলিভারিতেই কিনা ঢিলেঢালা রক্ষণাত্মক খেলার খেসারত দিলেন কোহলি। ৮ বলে ০ রানের ইনিংস দিয়ে আরেকটি নির্ভেজাল ‘ডাক’ যোগ হলো তাঁর নামের পাশে। 


এর মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতিকে একটি জায়গায় ধরে ফেললেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শূন্য রানের ইনিংস ছিল বিসিসিআই সভাপতি ও সাবেক ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলীর। দুই সংস্করণে ভারতের নেতৃত্ব দিয়ে ১৯৫ ম্যাচে ২১৭ ইনিংসে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন ভারতের সাবেক এ অধিনায়ক।

কোহলি এই অনাকাঙ্ক্ষিত ‘আনলাকি থার্টিন’–এ পা রেখেছেন আজ, সৌরভের চেয়ে ৩ ম্যাচ কম নেতৃত্ব দিয়ে। ১৯২ ম্যাচে ২২৪ ইনিংসে ১৩ বার শূন্য রানে আউট হলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। 


অর্থাৎ ভারতের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চসংখ্যক ‘ডাক’ এখন দেশটির ক্রিকেটে সবচেয়ে ক্ষমতাশালী দুজনের—বোর্ড সভাপতি ও জাতীয় দলের অধিনায়ক। অবশ্য কোহলি যে সৌরভকে ছাড়িয়ে যাবেন, সেটাই স্বাভাবিক। 


৩২ বছর বয়সী কোহলির ক্যারিয়ারে এখনো আরও অনেক ম্যাচ বাকি, রান করা বাকি তেমনি আরও ‘ডাক’ মারাও অসম্ভব কিছু না! সে ক্ষেত্রে এই রেকর্ড, সেটা যত–ই অনাকাঙ্ক্ষিত হোক—তা বিমর্ষ মুখে বরণ করে নিতে হবে কোহলিকেই।

Post a Comment

0 Comments