ফুটবল
ভেন্যু: রিয়াল মাদ্রিদের ‘সাময়িক’ ব্যবহারের মাঠ ভালদেবেবাস। কাগজে-কলমে যে মাঠের নামে জড়িয়ে রিয়ালের কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোর নাম, আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়াম।
সময়: বাংলাদেশ সময় আজ শনিবার দিবাগত রাত একটা।
মঞ্চ: স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় তো বটেই, তর্ক সাপেক্ষে বিশ্ব ফুটবলেরই সবচেয়ে রোমাঞ্চ–জাগানিয়া ম্যাচ। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা যখন ম্যাচে যুযুধান দুই পক্ষ, সে ম্যাচের অবশ্য বিশেষণ লাগে না। চেনা বামনের পইতার প্রয়োজনীয়তা নিয়ে সংশয় থাকলেও থাকতে পারে, এ ম্যাচের বিশ্বজোড়া সমাদর নিয়ে নয়।
বাংলাদেশ সময় আজ রাত একটায় বিশ্ব বুঁদ হয়ে থাকবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় লড়াই নিয়ে। কে জিতবে তাতে?
0 Comments