Header Ads Widget

ম্যান সিটি ৬০, চেলসি ৪০


এই লেখা যখন ছাপা হবে, আমরা থাকব কাতারের দোহায়। ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে কীভাবে ভালো করব, তা নিয়েই আমাদের যত চিন্তা। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের এই ব্যস্ততার ফাঁকেই চ্যাম্পিয়নস লিগের আজকের ফাইনাল দেখতে আমি উদ্‌গ্রীব হয়ে আছি।চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আমার ফেবারিট ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে তারা চ্যাম্পিয়ন। পেপ গার্দিওলার সময়ে চার মৌসুমে সিটি চ্যাম্পিয়ন তিনবার। ইংলিশ ফুটবলে সিটির কতটা দাপট চলছে, ছোট্ট এই পরিসংখ্যানেই ফুটে ওঠে সব।

২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীর হাতে চলে যাওয়ার পর সিটিতে অর্থের প্রবাহ বেড়েছে অনেক। দেদার খেলোয়াড় কিনছে তারা চড়া দামে। হাইপ্রোফাইল খেলোয়াড় আছে দলটিতে।

সিটির দলীয় বোঝাপড়া বেশ ভালো। সর্বোচ্চ দামের ডিফেন্ডাররা এই দলে খেলছেন। গার্দিওলার আমলে গত ৪ বছরে সিটি ৯ জন ডিফেন্ডার ও ২ জন গোলকিপার নিয়েছে প্রায় ৫১ কোটি ইউরো ব্যয়ে। সিটির এই ব্যয়বহুল রক্ষণ ভাঙা কঠিনই হবে আজ চেলসির জন্য।তবে চেলসি অনেক উন্নতি করেছে নতুন কোচ টমাস টুখেলের অধীনে, যার প্রতিফলন ইউরোপ–সেরার আসরে ফাইনালে উঠে আসা। দলটির শক্তি তরুণ খেলোয়াড়েরা।

তাই সিটির পক্ষে মোটেও সহজ হবে না চেলসিকে হারানো। তবু বলছি, সিটির সম্ভাবনাই বেশি। আমার মতে, আজকের ফাইনালে সিটির জয়ের সম্ভাবনা ৬০ ভাগ, চেলসির ৪০ ভাগ।

চেলসির মাঝমাঠের অন্যতম চালিকা শক্তি ফ্রান্স জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার কান্তে। প্রতিপক্ষের জন্য আজ তিনি বিপজ্জনক হতে পারেন। কান্তের ওপর চোখ রাখব আমি।

Post a Comment

0 Comments