Header Ads Widget

কষ্ট ভুলতে এখনই মাঠে নামতে চাইছেন সালাহ

শিরোপাটা জিততে পারেননি সালাহ
শিরোপাটা জিততে পারেননি সালাহছবি: রয়টার্স

দুদিন আগেই ভেঙেছে হৃদয়। দেশের হয়ে শিরোপা জেতার আশার সমাধি হয়েছে টাইব্রেকার-ভাগ্যে। মোহাম্মদ সালাহর কথাই বলা হচ্ছে। আফ্রিকান ফুটবলে তাঁর দেশ মিসর বরাবরই শক্তিশালী, সাতবার দেশটি আফ্রিকান কাপ অব নেশনসের শিরোপা জিতলেও টুর্নামেন্টটি সালাহর জন্য আক্ষেপ হয়েই আছে। লিভারপুল তারকা যে একবারও এই শিরোপা জয়ের স্বাদ পাননি।

এবার সে আক্ষেপ ঘোচানোর সুযোগ পেলেও ফাইনালে হেরে বসেছেন ক্লাব-সতীর্থ সাদিও মানের সেনেগালের কাছে। তীরে এসে তরি ডুবেছে মিসরের।

স্বাভাবিকভাবেই মন খারাপ সালাহর। তবে মন খারাপের ব্যূহ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার জন্য ফুটবলকেই আশ্রয় মানছেন এই ফরোয়ার্ড।

ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার হতে যাওয়া লিভারপুল-লেস্টার ম্যাচেই মাঠে নেমে যেতে চান লিভারপুলের এই তারকা। নিতে চান না বাড়তি বিশ্রাম। অথচ মিসরের হয়ে ১১ দিনের মধ্যে ৪৮০ মিনিট মাঠে থাকার পর তাঁরই বিশ্রাম নিতে চাওয়ার কথা সবচেয়ে বেশি। কিন্তু সালাহ ও পথে যাচ্ছেন না। আজ মঙ্গলবারেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে চেয়েছেন তিনি।

সালাহ ক্লাবে ফিরে এলেও সাদিও মানে এখনো উদ্‌যাপনে ব্যস্ত, স্বাভাবিকভাবেই। আফকনজয়ী এই তারকা সতীর্থদের নিয়ে আজ দেশটির রাজধানী ডাকারে দেখা করবেন প্রেসিডেন্টের সঙ্গে, ফলে স্বাভাবিকভাবেই তাঁর লিভারপুলে ফিরতে দেরি হবে।

তবে সালাহ চাইলেই তো আর হবে না, লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপকেও চাইতে হবে। ক্লপ যদি দেখেন, ১১ দিনে ৪৮০ মিনিট ফুটবল খেলার পরেও সালাহ লেস্টারের বিপক্ষে নামার মতো ফিট আছেন, তবেই লিভারপুলের একাদশে দেখা যাবে সালাহকে।

নয়তো গত এক মাসের মতো মানে ও সালাহকে ছাড়াই মাঠে নামবে লিভারপুল। এই সময়ে মানে আর সালাহর দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন, দিওগো জোতা, রবার্তো ফিরমিনো, দিভক অরিগি, তাকুমি মিনামিনো ও নতুন আসা লুইস দিয়াজের মতো ফরোয়ার্ডরা।

 

Post a Comment

0 Comments