Header Ads Widget

রোনালদোর মতো কোকাকোলা সরালে শাস্তি হতে পারে ফুটবলারদের

সংবাদ সম্মেলনে ইউরোর অফিশিয়াল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে রোনালদো সামনে রেখেছিলেন পানির বোতল।
সংবাদ সম্মেলনে ইউরোর অফিশিয়াল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে রোনালদো সামনে রেখেছিলেন পানির বোতল।ফাইল ছবি: এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো নিজের মতো করে কাজটা করেছিলেন। সংবাদ সম্মেলনে সামনে রাখা কোকাকোলার বোতল সরিয়ে রেখেছিলেন। সবাইকে বলেছেন, সুস্থ থাকতে চাইলে পানি পান করতে। এ ঘটনায় কোমলপানীয় প্রতিষ্ঠান বেশ বড় ধাক্কা খেয়েছে। ধীরে ধীরে ধাক্কা কাটিয়ে উঠলেও প্রাথমিকভাবে আধঘণ্টায় ইউরোর শেয়ারবাজারে ১.৬ শতাংশ দাম কমে গিয়েছিল কোকাকোলার।

এ প্রসঙ্গে কোকাকোলার পক্ষ থেকে তেমন তীব্র কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। এক মুখপাত্র শুধু বলেছিলেন, স্পনসর প্রতিষ্ঠান হিসেবে তাঁরা সেখানে পণ্য রেখেছেন। কারও পছন্দ না হলে সেটা না খেলেই হয়। তবে প্রকাশ্যে কিছু না বললেও স্পনসররা বেশ খেপেছে, সেটা টের পাওয়া যাচ্ছে।উয়েফা গতকাল এক বিবৃতি দিয়ে দলগুলোকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছে। স্পনসরদের সঙ্গে করা চুক্তি সম্মান না করলে শাস্তি দেওয়া হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিয়ারের বোতল সরিয়ে রাখছেন ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা।
সংবাদ সম্মেলনে বিয়ারের বোতল সরিয়ে রাখছেন ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা।
ছবি: টুইটার

রোনালদো যা শুরু করেছেন, সেটা যেন এক ট্রেন্ডে পরিণত হয়েছিল। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো টেবিলে থাকা কোকাকোলার বোতল সরিয়ে বলেছেন ‘আগুয়া’ (পর্তুগিজ ভাষায় পানি) পান করতে। পরদিনই ইসলাম ধর্মের অনুসারী পল পগবা আরেক স্পনসরকে রাগিয়েছেন। জার্মানির বিপক্ষে ম্যাচসেরা ফ্রেঞ্চ মিডফিল্ডার টেবিল থেকে সরিয়েছেন বিখ্যাত বিয়ার ব্র্যান্ড হেইনিকেনের বোতল।

উয়েফার সঙ্গে হেইনিকেনের সম্পর্ক বহুদিনের। আর টেবিলে থাকা সে বোতলে থাকা পানীয় নাকি অ্যালকোহল ছিল না। কিন্তু পগবার তো সেটা জানা ছিল না, আর ব্র্যান্ড মূল্যে ধাক্কা তো লেগে গেছে ততক্ষণে।

 

Post a Comment

0 Comments