মৌসুম শেষে অনেকেই লিওনেল মেসিদের কোচ হিসেবে আগামী মৌসুমে সম্ভাবনা দেখেননি রোনাল্ড কোমানের। গুঞ্জন ছিল বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা কোচ হিসেবে কোমানকে তেমন একটা পছন্দ করতে পারছেন না।
কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ আজ জানিয়েছে, বার্সেলোনার পরিচালনা পর্ষদ কোমানকে আগামী মৌসুমেও কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতালির ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোও টুইট করে কোমানের থেকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন।
বার্সা সভাপতি লাপোর্তা নিজে কোমানকে রেখে দেওয়ার ঘোষণা দিয়েছেন, ‘ভাবনাচিন্তার পর আমরা রোনাল্ড কোমানের সঙ্গে চুক্তি বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছি। (কোমানের সঙ্গে) আলোচনায় আমরা সন্তুষ্ট। খোলামেলা কথা হয়েছে এবং কোচের কথায় কোনো খুঁত ছিল না।’
রোমানো টুইট করেন, ‘হোয়ান লাপোর্তা নিশ্চিত করেছেন, রোনাল্ড কোমান বার্সেলোনা কোচ হিসেবে থাকছেন।’
মৌসুম শেষ হওয়ার আগেই গুঞ্জন শুরু হয়েছিল বার্সেলোনার ডাগআউটে কোচ রোনাল্ড কোমানের ভবিষ্যৎ নিয়ে। তাঁর চাকরি যাচ্ছে, এমনই শোনা গিয়েছিল বেশি। তবে সে পথে কিছু জটিলতাও আছে। একে তো তাঁকে বরখাস্ত করতে গেলে ক্ষতিপূরণ দিতে হবে বার্সাকে, তার ওপর কোমানের বিকল্প হিসেবে আনা যায়—এমন কাউকেই তখন মনে ধরেনি বার্সা সভাপতি লাপোর্তার।
গত বছর বার্সা কোচের দায়িত্ব নিয়ে দুই বছরের চুক্তি করেন কোমান। কিন্তু গত মৌসুমে কোপা দেল রে ছাড়া বার্সাকে আর কিছুই জেতাতে পারেননি এই ডাচ কোচ। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে ভালো করতে পারেনি বার্সা।এরপরই গুঞ্জন উঠেছিল কোমানের চাকরি বুঝি যায় যায়! অবশ্য কালই স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছিল, বার্সায় থেকে যেতে পারেন কোমান। পরিচালনা পর্ষদের বৈঠকের পর তাঁকে রেখে দিতে পারে বার্সা—এমন তথ্য জানিয়েছিল সংবাদমাধ্যম।
0 Comments